বিএসএমএমইউ’র ৬০১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২০, ২১:৩৮
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২০-২০২১ সালের অর্থ বছরের জন্য ৬০১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বছরের বাজেটের পরিমাণ ছিল ৪৭৯ কোটি ৯৪ লাখ টাকা (সংশোধিত)।

আজ সোমবার, বিএসএমএমইউর বি ব্লকের নীচ তলায় ডা. মিল্টন হলে দুপুর ২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট সম্পর্কিত এ তথ্য তুলে ধরেন বিএসএমএমইউর কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান। এর আগে একই স্থানে ৭৭তম সিন্ডিকেট সভায় সিন্ডিকেটের সভাপতি ও উপাচার্য কনক কান্তি বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই গুরুত্বপূর্ণ সভায় সিন্ডিকেটের সকল সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে এই বাজেট অনুমোদিত হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) জাহিদ হোসেন, রেজিস্ট্রার এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান প্রমুখ। এছাড়াও ঘোষণা করা হয় পরিচালন, উন্নয়ন ও গবেষণা বাজেটসহ রূপকল্পসমূহ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কনক কান্তি বড়–য়া বলেন, করোনাকালীন সংকট মোকাবিলায় সিন্ডিকেটের অনুমোদন নিয়ে ২৫ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী ৬ মাস চিকিৎসাসেবাসহ সকল কার্যক্রম স্বাভাবিক রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ৭৬ কোটি টাকা বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে বিএসএমএমইউর কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান জানান, ৬০১ কোটি ৭৩ লাখ টাকার বাজেটের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ও শিক্ষা মন্ত্রণালয় (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) থেকে প্রায় ৩৭০.৬৫ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয় নিজস্ব আয় থেকে ৫৫ কোটি টাকাসহ মোট ৪২৫.৬৫ কোটি টাকা সংগ্রহ হবে। মোট ঘাটতি ১৭৬.০৯ কোটি টাকা যা সংশোধিত বাজেট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে চাওয়া হবে।

এ বছর গবেষণা ও প্রশিক্ষণ খাতে ১৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে বেতন ভাতা খাতে ২৬৪. ৪৮ কোটি টাকা রাখা হয়েছে।

ঢাকাটাইমস/২৯ জুন/এএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা