মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ১৯:৩৯

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলাধীন তিনটহরী নামার পাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে আবুল কালাম (৪০) নামের একজনকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট রিফাত আসমা।

বুধবার দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা তিন টহরী নামার পাড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গেলে চারটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলমান রয়েছে দেখে ঘটনাস্থলেই চারটি ড্রেজার মেশিন নষ্ট করেন। পরে বালু উত্তোলনকারী আবুল কালামকে ৫০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

রিফাত আসমা বলেন, ইতিপূর্বে জেলা প্রশাসক থেকে চেংগুছড়া বালু মহলকে বৈধ বালু মহল হিসেবে ইজারা দেয়া হয়েছে। এছাড়াও উপজেলাধীন অন্য কোথায় যদি কোনো বালু মহল থেকে থাকে সেগুলো অবৈধ।

অবৈধ বালু উত্তোলন বন্দে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/১জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :