কিশোরগঞ্জের পৌর মেয়র করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ২৩:৩২
অ- অ+

করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে পৌরবাসীর সেবায় নিবেদিত রয়েছেন কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ। দিন-রাত পৌরবাসীকে সেবা দেওয়া এই মানুষটির এখন করোনা পজিটিভ হয়ে নিজেই লড়ছেন অদৃশ্য এই জীবাণুর বিরুদ্ধে।

শুক্রবার মেয়র মাহমুদ পারভেজের করোনা পজিটিভ শনাক্ত হয়। বৃহস্পতিবার তিনি নমুনা দিয়েছিলেন।

এর আগে বুধবার তিনি শরীরে জ্বর অনুভব করেন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের পরামর্শে বৃহস্পতিবার তিনি নমুনা দেন। শুক্রবার তিনি কোভিড-১৯ পজিটিভ আসার এসএমএস পেয়েছেন।

পৌর মেয়র মাহমুদ পারভেজ নিজেই তার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি চিকিৎসকের পরামর্শে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

পৌর মেয়র মাহমুদ পারভেজ বলেন, করোনা সংক্রমণের এই সময়ে সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি সুস্থ হয়ে আবার পৌরবাসীর সেবায় ফিরতে চাই। এ জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

(ঢাকাটাইমস/৩জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, দূর থেকে আবেদন করার সুযোগ
ফেনী পরিস্থিতির অবনতি, গ্রামের পর গ্রাম প্লাবিত, অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ
গাজায় মানবিক সংকটে ক্ষুব্ধ যুক্তরাজ্য, ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবে
ডলারের দাম কমেছে, হ্রাস পেয়েছে আমদানি ব্যয়ের চাপ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা