ভালুকায় প্রাইভেটকার-কাভার্ডভ্যান সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ২০:৫০
অ- অ+

ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকার-কাভার্ডভ্যান সংঘর্ষে জয় মোর্শেদ তুষার (৩২) ও জাবের মোর্শেদ আকাশ (৩০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী এলাকার তেপান্তর হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তেপান্তর হোটেলের সামনে একটি কাভার্ডভ্যান ইউটার্ণ নেওয়ার সময় ঢাকাগামী এক প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জামালপুরের ইসলামপুর এলাকার কৃষিবিদ মঞ্জুরুল মোর্শেদের ছেলে জয় মোর্শেদ তুষার ও জাবের মোর্শেদ আকাশের মৃত্যু হয়।

ভরাডোবা হাইওয়ে পুলিশের পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, তাদের লাশ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদনের প্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/৬জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা