ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল করোনায় আক্রান্ত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ২২:২৪
অ- অ+

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও তার পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় এই পর্যন্ত তিন পুলিশ পরিদর্শকসহ মোট আক্রান্ত ১৯৩ জন। এর মধ্যে একজন এসআই মারা গেছেন।

পুলিশ কর্মকর্তা রাশেদুল ইসলাম ৩০তম বিসিএস পুলিশে যোগদান করেন। তিনি ফরিদপুর সদর সার্কেলের দায়িত্বে রয়েছেন। তার স্ত্রী, শিশু পুত্র, গাড়িচালক ও দেহরক্ষীরও করোনা শনাক্ত হয়েছে।

সোমবার রাতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, এ নিয়ে ফরিদপুর জেলায় মোট করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ২ হাজার ৬৩৭ জন। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। আর এ পর্যন্ত মারা গেছেন ২৫ জন।

পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, এ পর্যন্ত জেলায় ১৯৩ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন এসআই হাফিজুর রহমান। সুস্থ হয়েছেন ৭০ পুলিশ সদস্য।

তিনি আরো বলেন, ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও তার স্ত্রী, শিশু পুত্রও আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের হার ফরিদপুর সদরে বেশি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্পের বৈঠক, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রসঙ্গে যা বললেন
সুপারফুড কাঁঠাল ক্যানসারের ঝুঁকি কমায়, রক্তশূন্যতা প্রতিরোধেও কার্যকর
দেশে চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প, ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা