বিলম্ব ফি ছাড়াই তামাদি পলিসি চালুর সুযোগ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ২০:২১| আপডেট : ০৭ জুলাই ২০২০, ২০:২৬
অ- অ+

মুজিববর্ষ উপলক্ষে বিমা গ্রাহকদের বিশেষ উপহার দেয়ার ঘোষণা দিয়েছে দেশের লাইফ বিমা কোম্পানিগুলো। ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিমা গ্রাহকরা বিলম্ব ফি ছাড়াই তাদের তামাদি পলিসি চালু করতে পারবেন।

মঙ্গলবার গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই উপহারের ঘোষণা দিয়েছেন বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাইফ বিমার যেসব পলিসি পাঁচ বছর বা তার কম সময়ের জন্য তামাদি হয়ে আছে সেসব বিমা পলিসি বিলম্ব ফি ছাড়াই চালু করা যাবে। তবে যেসব পলিসি আগামী তিন বছরের মধ্যে মেয়াদপূর্তি হবে সেসব পলিসির ক্ষেত্রে এ সুযোগ প্রযোজ্য হবে না। বিশেষ ফি ছাড়াই পলিসি পুনর্বহালের সময়সীমা আগামী ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত । আগ্রহী বিমা গ্রাহকদের সংশ্লিষ্ট লাইফ বিমা কোম্পানির সাথে এ বিষয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

তামাদি সময়ের প্রিমিয়াম জমা দিয়ে বিমা পলিসি চালু করে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা গ্রহণের জন্য বিমা গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশেনর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

(ঢাকাটাইমস/০৭জুলাই/আরএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডে মাথায় পাথরের আঘাতে যুবককে হত্যা
জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণে অভিযুক্ত কাউসার গ্রেপ্তার
বন্দরের কার্যক্রম পরিদর্শনে নৌপ্রধান, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা