প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে অধীনস্থ দপ্তর-সংস্থার বার্ষিক চুক্তি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে এর অধীনস্থ দপ্তর/সংস্থা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সভাকক্ষে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান এবং বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বাদল স্ব স্ব দপ্তর/সংস্থার পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সম্ভাবনা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে এবং দ্রুততম সময়ে সেবা প্রদান করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।’
(ঢাকাটাইমস/২৩জুলাই/এনআই/ইএস)

মন্তব্য করুন