ঝিনাই নদীর বাঁধ ভেঙে লক্ষাধিক মানুষ পানিবন্দি

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ২৯ জুলাই ২০২০, ২০:০৩

টাঙ্গাইলে ঝিনাই নদীর নওগাঁও পয়েন্টে বাঁধ ভেঙে নতুন করে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে। বুধবার ভোরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁও এলাকায় নদী রক্ষা বাঁধটি ভেঙে যায়।

স্থানীয়রা জানান, ভোরে বাঁধটি ভেঙে নতুন করে সদর, বাসাইল ও কালিহাতী উপজেলার বিভিন্ন গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার মানুষ।

এদিকে অনেকে গবাদিপশু নিয়ে স্থানীয় উঁচু প্রাথমিক বিদ্যালয়গুলোতে আশ্রয় নিয়েছেন।

ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বারেক বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে প্রায় দুইশ ফুট বাঁধটি ভেঙে গেছে। ধীরে ধীরে ভাঙনের পরিধিও বাড়ছে। অনেক মানুষ পানিবন্দি হয়েছে।’

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী বলেন, ‘ভাঙন এলাকা পরিদর্শন করে বন্যার্তদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বাঁধটির ব্যাপারে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।’

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। ওই বাঁধে গত চার-পাঁচদিন ধরে কাজ চলমান ছিল। গতকাল রাত ১১টা পর্যন্ত কাজ করা হয়েছে। পরে ভোরে বাঁধটি ভেঙে যায়। পানি শুকিয়ে গেলে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :