এবারের আইপিএল চ্যালেঞ্জিং হবে: রায়না

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ২২:৫০

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতে হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। চেন্নাই সুপার কিংসের তারকা অল-রাউন্ডার সুরেশ রায়না মনে করেন, আমিরাতে কোভিড-১৯ মহামারীর আবহে আইপিএল খেলা হবে খেলোয়াড়দের কাছে এক নতুন চ্যালেঞ্জ৷

আইপিএলের ত্রয়োদশ সংস্করণ হওয়ার কথা ছিল মার্চে৷ কিন্তু করোনাভাইরাস মহামারী কারণে আইপিএল ২০২০ স্থগিত করে দেওয়া হয়৷ তারপর আইসিসি অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টি-২০ বিশ্বকাপ স্থগিত করে দেওয়ার পর বিসিসিআই এই সময়ে আইপিএল করার সিদ্ধান্ত নেয়৷ তবে দেশের মাটিতে করোনা সংক্রমণ ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে আইপিএল আরব আমিরাতে করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই৷

কোভিড-১৯ প্রোটোকলের মেনে আইপিএল হবে ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত৷ ম্যাচগুলো হবে দুবাই, আবুধাবি ও শারজা এই তিনটি স্থানে৷ ডব্লিউটিএফ স্পোর্টস অ্যাপের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেব নাম প্রকাশের পরে রায়না একটি ওয়েব সেমিনারে বলেছিলেন, ‘এই আইপিএল নিয়ে খেলোয়াড়রা কীভাবে ভাবছেন, তা দেখতে খুব আকর্ষণীয় হবে। বিভিন্ন পরিস্থিতিতে খেলতে হবে৷ আইসিসির প্রচুর প্রোটোকল রয়েছে৷ একই সঙ্গে খেলোয়াড়দের প্রতি দুই-তিন সপ্তাহ পর পর কোভিড-১৯ পরীক্ষা দিতে হবে৷’

বিসিসিআইয়ের তৈরি এসওপি অনুসারে সংযুক্ত আরব আমিরাতে প্রশিক্ষণ শুরুর আগে ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কমপক্ষে পাঁচবার কোভিড-১৯ টেস্ট দিতে হবে৷ শুধু তাই নয়, তাদের সেই রিপোর্ট নেগেটিভ হতে হবে৷ এছাড়াও আইপিএল চলাকালীন প্রতি পাঁচদিন অন্তর এই পরীক্ষা করা হবে।

রায়না আরও বলেন, ‘সুতরাং, আমি বলব যে, এই সমস্ত পরীক্ষা দিয়ে আপনি মাঠে কী করতে যাচ্ছেন, সে সম্পর্কে আপনার মাথা পরিষ্কার থাকা দরকার৷ কারণ দিনের শেষে যখন আপনি খেলা হতে এবং উপভোগ করতে হবে৷’

(ঢাকাটাইমস/০৫ আগস্ট/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :