৫০ ইঞ্চির স্মার্ট টিভি আনছে নকিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২০, ০৯:৫৫
অ- অ+

আরো দুই নতুন স্মার্ট টিভি আনছে নকিয়া। এগুলো হলো ৩২ ইঞ্চির এবং ৫০ ইঞ্চির। এর আগে নকিয়া ৪৩ ও ৫৬ ইঞ্চির স্মার্ট টিভি বাজারে ছাড়ে। এই টিভিতে এইচডি রেজুলেশন পাওয়া যাবে।

নকিয়ার নতুন স্মার্ট টিভিতে ডিটিএস, ট্রু সারাউন্ড সাউন্ড, ডলবি অডিও এবং জেবিএল স্পিকারের সুবিধা থাকছে।

নকিয়ার ৩২ ইঞ্চি এবং ৫০ ইঞ্চির স্মার্ট টিভি দুটিতে থাকতে পারে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম। পাশাপাশি এতে কোয়াডকোয়ার প্রসেসর থাকার কথা রয়েছে। এই টিভিতে ২.২৫ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ এর সুবিধা থাকছে।

এই স্মার্ট টিভি দুটিতে স্লিম বেজেল এবং ভি-আকৃতির স্ট্যান্ড পাওয়া যাবে। এতে ১২ ওয়াটের এর দুটি স্পিকার রয়েছে যা ডলবি অডিও এবং ডিটিএস ট্রু এর ডিজাইন রয়েছে। টিভিতে বিল্ট-ইন ক্রোমকাস্ট এবং ব্লুটুথ সংস্করণ ৫.০ এর সুবিধা থাকতে পারে।

৫০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে নকিয়া নতুন এই টিভি দুটি।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা