গাজীপুরে মুক্ত গার্মেন্টেস শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৩

গাজীপুরে ৪ দফা দাবিতে মুক্ত গার্মেন্টেস শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। বুধবার শ্রমিক ফেডারেশনের এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর বক্তারা ‘সিটি কর্পোরেশনের বাদে কলমেশ্বর এলাকার ব্যান্ডো ফ্যাশন লিমিটিড কর্তৃপক্ষের কাছে ৪ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, ১. শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির টাকা প্রদান ২. বাৎসরিক ছুটির টাকা শ্রম আইন অনুসারে প্রদান ৩. ওভার টাইমের টাকা সঠিকভাবে পরিশোধ ৪. বিগত দিনের ছাঁটাইকৃত শ্রমিকদের সমস্ত পাওনাদী পরিশোধ।

ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানী খান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ‘ব্যান্ডো ফ্যাশন লিমিটিড কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মরত ছিলেন। গার্মেন্টস কর্তৃপক্ষ কোনো পূর্ব নোটিশ ছাড়াই শ্রমিক ছাঁটাই করে কারখানা বন্ধ ঘোষণা করেছে। এ বিষয়ে শ্রমিক বা শ্রমিক প্রতিনিধিদের মৌখিক ভাবেও জানানো হয়নি। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন করলে গত ১২ আগষ্ট কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুসারে ৩১ আগষ্ট শ্রমিকদের পাওনাদী পরিশোধ করার কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানায় তাদের পাওনাদী পরিশোধ করছে না।’

তিনি অভিযোগে বলেন, ‘করোনার ভয়াবহতা নিয়ন্ত্রণে শ্রম আদালত বন্ধ থাকায় শ্রমিকরা বিপাকে পড়েছেন। এতে মালিকপক্ষ তাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করছেন। আবার শ্রম আদালতের কার্যক্রমের দীর্ঘসূত্রিতায় এই আদালতে যেতে আগ্রহী হন না শ্রমিকরা।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যান্ডো ফ্যাশন গার্মেন্টস কারখানা ইউনিটের সভাপতি মো. রাসেল মন্ডল, সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল হাসান ও অর্থ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।

কারখানার জেনারেল ম্যানেজার (প্রশাসন) ফয়সাল মাহমুদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্রমিকদের পাওনাদী চুক্তিমত দেয়া হয়েছে। তবে চুক্তির আরেকটি অংশ উল্লেখ ছিল যে ছুটিকালীন পাওনা পরিশোধের ব্যাপারে ২৭ সেপ্টেম্বর তারিখ দেয়া হবে। এছাড়া সার্ভিস বেনেফিট ও নোটিশ পেমেন্ট ৩০ সেপ্টেম্বর দেয়ার কথা রয়েছে।’

ঢাকা টাইমস/২ সেপ্টেম্বর২০২০/এএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :