নবাবগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২২:০৬

দিনাজপুরের নবাবগঞ্জের বজ্রপাতে আব্দুল হালিম (৫৫) ও সাবানা বেগম (৫০) নামে দুজনের মৃত্যু হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের দেওগাঁ ও রঘুনন্দনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম ওই ইউনিয়নের দেওগাঁ গ্রামের মৃত খলিলুল্লাহ শেখের ছেলে ও সাবানা বেগম মালদহ গ্রামের পশ্চিমপাড়ার তৈয়ব আলী মন্ডলের স্ত্রী।

দাউদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আমিরুল ইসলাম ও ৯নং ওয়ার্ডের সদস্য সাজেদুর রহমান সুজন জানান, বিকাল সাড়ে ৫টায় বাড়ির পাশের মাঠে গরু চরাতে গিয়ে আব্দুল হালিম বজ্রপাতে গুরুতর অসুস্থ হয়। পরে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই সময়ে সাবানা বেগম বাড়ি থেকে ব্যক্তিগত কাজে দাউদপুর বাজারে যেতে রঘুনন্দনপুর এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানার ওসি জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :