নার্সকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:২২
অ- অ+

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভেতরে এক নার্সকে উত্ত্যক্ত করায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে হাজির হয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন আজিজুর রহমান নামে ওই যুবককে এ দণ্ড দেন।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, জেলার পীরগঞ্জ উপজেলার নোহালী গ্রামের আজিজুর রহমান (৩০) ঠাকুরগাঁও সদর হাসপাতালের ওই নার্সকে পরিচয়ের সূত্র ধরে প্রায় সময়ে তাকে উত্ত্যক্ত করত।

সোমবার ওই যুবক এসে আবার উত্ত্যক্ত করলে হাসপাতালের স্টাফরা তাকে আটক করে। পরে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ইউএনও ও পুলিশকে জানালে পুলিশ ওই যুবককে তাদের হেফাজতে নেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার জানান, দন্ডিত আজিজুর রহমানের সাথে ওই নার্সের পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু পরবর্তীতে অন্যত্র সেই নার্সের বিয়ে হয়ে গেলেও ওই যুবক তাকে উত্ত্যক্ত করা ছাড়েনি।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা