নড়াইলে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার চালু

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:০৭
অ- অ+

নড়াইলে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মিটারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

ভিডিও কনফারেন্সে আরো যুক্ত ছিলেন বিশেষ অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব রহমত উল্লাহ্ মো. দস্তগীর, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিক উদ্দিন, স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের (ওজোপাডিকো) প্রকল্প পরিচালক প্রকৌশলী শহীদুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, ওজোপাডিকোর নড়াইলের নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফি বিন মর্তুজা এমপির বাড়িতে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করে নড়াইলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওজোপাডিকো আওতায় নড়াইলে ১৫ হাজার ৮০০ গ্রাহক আছেন। এর মধ্যে প্রথম পর্যায়ে ৯ হাজার গ্রাহক এই সুবিধা পাবেন। এতে অহেতুক বিদ্যুৎ বিলের বিড়ম্বনা পোহাতে হবে না। বিদ্যুৎ ব্যবহারে সায়শ্রী হবে। বকেয়া বিলের ঝামেলা নেই। এছাড়া ব্যালেন্স শেষ হয়ে গেলেও ১০০ টাকা সমপরিমাণ বিদ্যুৎ খরচের সুযোগ থাকছে।

জেলা প্রশাসন ও ওজোপাডিকো নড়াইলের আয়োজনে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের উদ্বোধন করা হয়।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ
মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকোনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার কামরুল ইসলাম
২০০ বছরেও খোলা হয়নি রহস্যময় সিন্ধুকের কপাট
ইশরাক সমর্থকদের চতুর্থ দিনের মতো নগরভবন ঘেরাও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা