তাড়াশে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:০০| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:২১

সিরাজগঞ্জের তাড়াশে সাপের দংশনে সাজেদা খাতুন (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের জালালপুর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদা খাতুন ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী।
স্থানীয়রা জানান, ওই গৃহবধু মাটির তৈরি মুরগির ঘর থেকে ডিম বের করতে যান। এসময় সেখানে থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক দেওয়া হয়। এতে গুরুতর অসুস্থ হয়ে সন্ধ্যার দিকে সাজেদা খাতুনের মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/পিএল)

মন্তব্য করুন