বাউফলে বিপুল পরিমাণ পলিথিনসহ আটক একজনের কারাদণ্ড

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৬

পটুয়াখালীর বাউফল পৌর শহরে র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দ করেছে র‌্যাব। এসময় আটক করা হয় উপজেলার মদনপুরা গ্রামের অনিল দেবনাথ নামে এক পলিথিন ব্যবসায়ীকে।

বুধবার রাত ১০টার দিকে বাউফল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৮ সিপিস-১ পটুয়াখালী ক্যাম্পের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এবং রবিউল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

জানা গেছে, বুধবার রাতে বাউফল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লক্ষাধিক টাকা। পরে পলিথিন ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় অনিল দেবনাথ নামে ওই ব্যবসায়ীকে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। এসময় পরিবেশ অধিদপ্তরের পটুয়াখালীর জেলা অফিসের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদীও উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :