ভৈরবে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫০ | প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৯

ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বুলবুল আহমেদের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ ওঠেছে। তার একজন নারী সহকর্মী এ অভিযোগ করেছেন। এই ঘটনায় ভৈরব স্বাস্থ্য বিভাগে উত্তেজনা বিরাজ করছে।

তিনি জানান, অভিযুক্ত বুলবুল আহমেদ তাকে কয়েকমাস যাবৎ অশালীন আচরণ, মানসিক যন্ত্রণা ও কাজে বাধা সৃষ্টিসহ বিভিন্নভাবে হয়রানি করছেন। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই নারী।

এছাড়াও অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ পাওয়ার পর গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হাসান ইমাম স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত বুলবুল আহমেদকে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভারপ্রাপ্ত আরএমও পদে বদলি করেন।

এদিকে অভিযোগ দেওয়ার পর ভৈরব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ওই নারী চিকিৎসককে গত মঙ্গলবার কিশোরগঞ্জ সদর হাসপাতালে বদলি করা হয়। জেলার সিভিল সার্জন মুজিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বদলির কথা বলা হয়।

তবে এ বিষয়ে অভিযোগকারীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে চান নি।

এদিকে অভিযুক্ত বুলবুল আহমেদ বলেন, ‘এ অভিযোগের বিষয়ে আমি কিছুই জানিনা। আমি কোন নারী চিকিৎসকের সঙ্গে অশালীন, অশোভনীয় আচরণও করেনি। বদলির ব্যাপারে আমি এখনও কোন অফিসিয়াল পত্রও পাই নি।’

এ বিষয়ে সিভিল সার্জন মুজিবুর রহমান বলেন, ‘ওই নারী চিকিৎসক ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ করেছেন যা আমি জানতে পেরেছি। বিষয়টি সত্য কিন্ত অভিযোগের সব কথা বলা সম্ভব নয়।’

অভিযোগকারীকে তার নিরাপত্তাজনিত কারণে বদলি করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক সংকট। তাই তাকে সাময়িক বদলি করা হয়েছে। তবে তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় আছে।’

ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হাসান ইমাম বলেন, ‘ওই নারী চিকিৎসকের অভিযোগটি আমি পেয়েছি। সচিবের নির্দেশে অভিযুক্ত চিকিৎসক বুলবুল আহমেদকে কুমিল্লা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ দিয়েছি। এছাড়া, এ ঘটনায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তধীন বিষয়ে এখন কিছুই বলতে পারব না।‘

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :