‘জনপ্রতিনিধিরা বিবাদ নিষ্পত্তি করলে শৃঙ্খলা ফিরবে’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০০| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:১৯
অ- অ+

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, গ্রাম-গঞ্জের স্থানীয় বিরোধ নিস্পত্তি করতে পারে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি চেয়ারম্যান-মেম্বাররা। এতে সমাজের শৃঙ্খলা ফিরে আসবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ইএএলজি প্রকল্পের সঙ্গে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ষান্মাসিক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি একথা বলেন। স্থানীয় সরকারের উপ-পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে এই সভা হয়।

অতুল সরকার বলেন, ফরিদপুরের ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের সারা দেশ যেন ইর্ষা করতে পারে সেভাবে কাজ করতে হবে। গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার খুব ভাল করে জানেন বিবাদের বিষয়ে। চেয়ারম্যান মেম্বাররা ইচ্ছা করলে বিবাদগুলো দ্রুতই সমাধান করতে পারেন। গ্রামের ছোট ছোট বিবাদ, বাল্য বিবাহরোধসহ বিভিন্ন বিষয়ের সমস্যা সমাধান করতে হবে। আপনাদের দায়িত্ব ভুলে গেলে হবে না, নিজেদের দায়িত্ব নিজেদের পালন করতে হবে।

এ সময় আরো বক্তব্য দেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান, ইএএলজি প্রকল্পের মনির হোসেন মজুমদার, ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেন প্রমুখ।

এই পর্যালোচনা সভায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান-মেম্বার ও সচিব মোট ৭৩ জন অংশ নেন।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ড হত্যায় বিএনপির নামে রংচং দেয়ার চেষ্টা চলছে: রিজভী
মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার দাবি মির্জা ফখরুলের
পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা: টিটন গাজী পাঁচ দিনের রিমান্ডে
গণহত্যা মামলায় শর্তসাপেক্ষে রাজসাক্ষী মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা