হাতিয়ায় ট্রলার ডুবিতে দুজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:২৭

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ইনসাফ হোসেন (১৬) ও রাজিব হোসেন (১৪) নামে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছে আরও নয়জন জেলে।

শুক্রবার সকালে ভাসানচরের দক্ষিণ-পূর্ব পাশের মেঘনা নদী থেকে জেলেদের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করে হাতিয়া থানা ও নৌ-পুলিশ। নিহতরা হলেন চরকিং ৯ নম্বর ওয়ার্ডের রহমত উল্যার ছেলে ইনসাফ হোসেন ও চরঈশ্বর ৪ নম্বর ওয়ার্ডের ফারুক আহমদের ছেলে রাজিব হোসেন।

এলাকাবাসী জানায়, গত বুধবার সকালে একটি ট্রলার নিয়ে ১১ জন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাছ ধরার সময় তাদের ট্রলারটি ভাসানচরের দক্ষিণ-পূর্ব পাশের মেঘনায় প্রবল জোয়ারের কবলে পড়ে। কিছুক্ষণের মধ্যে তাদের ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা নয়জন জেলে সাঁতার দিয়ে কূলে উঠে এলেও ইনসাফ ও রাজিব নিখোঁজ ছিল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলেদের সহযোগিতায় লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নৌ-পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :