‘রাজধানীতে কুকুর মাত্রাতিরিক্ত, দমন জরুরি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইম
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৭
অ- অ+

রাজধানী থেকে কুকুর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ধানমন্ডি সোসাইটি এবং ঝরাফুল সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামে দুটি সংগঠন। মানববন্ধনকারীরা রাজধানী থেকে কুকুর অপসারণে ঢাকা সিটি করপোরেশনের আইনগত পদক্ষেপ কামনা করেছেন।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সমন্বয়ক চৌধুরী সাজ্জাদ মোর্শেদ মুরাদ বলেন, ‘আমি জীবনে এত কুকুর দেখিনি। কুকুরের জন্য মসজিদে যেতে সমস্যা হচ্ছে, শিশুরা রাস্তায় বের হয়ে খেলতে ভয় পাচ্ছে, নারীরা ভয় পাচ্ছেন। আমরা এর সমাধান আশা করি। মানুষ যখন অরণ্য ছেড়ে সমাজ গঠন করতে এলো, তখন একমাত্র প্রাণী কুকুর মানুষের সঙ্গে এসেছিল। কুকুরকে আমরা ছেড়ে যেতে চাই না। তবে এখন রাজধানীতে কুকুরের পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। সিটি করপোরেশনের কাছে আমাদের আবেদন তারা যেন আইনগত ব্যবস্থা নিয়ে রাজধানী থেকে কুকুর অপসারণ করে।’

বক্তারা জানান, কুকুরসহ সব প্রাণীর উপরই তারা মানবিক। কিন্তু সব দিক বিবেচনা করে রাজধানীর কুকুরগুলোকে একটি নিয়ন্ত্রিত পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ঝরাফুল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, “ধানমন্ডিসহ পুরো রাজধানীতে কুকুরের পরিমাণ এখন অত্যাধিক। কুকুরের জন্য অনেক সমস্যা সৃষ্টি হয়েছে। তাই ধানমন্ডিসহ পুরো ঢাকায় কুকুরকে নিয়ন্ত্রণ করা উচিত।’

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/কারই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা