গাইবান্ধায় বিয়ের প্রলোভনে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:০১
অ- অ+

গাইবান্ধায় গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে প্রেমিক ও তার বন্ধুরা মিলে এক নারীকে দুই দিন আটকে রেখে দলবেঁধে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে দলবেঁধে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গোবিন্দগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শিববাড়ী এলাকার।

গ্রেপ্তাররা হলেন- পৌর এলাকার চাষকপাড়া মহল্লার শাহাদৎ হোসেন, ফুলবাড়ী নাচাই-কোচাই গ্রামের জহুরুল সরকার, পৌরসভার বোয়ালিয়া (নয়াপাড়া) গ্রামের জাহাঙ্গীর মিয়া ও থানাপাড়া (কসাইপাড়া) গ্রামের জাহিদ হাসান।

পুলিশ জানায়, ওই মেয়ের সাথে পৌর এলাকার চাষকপাড়া মহল্লার শাহাদতের সাথে দীর্ঘদিন ধরে মোবাইলে প্রেমের সম্পর্ক চলছিল। এর এক পর্যায়ে বিয়ের কথা বলে গত বুধবার ফরিদপুর জেলার চক হরিরামপুর গ্রামের গণধর্ষণের শিকার ২০ বছর বয়সী ওই নারীকে নিজ এলাকায় ডেকে আনে। এরপর তাকে গোবিন্দগঞ্জ পৌরসভার শিববাড়ীর একটি বাড়িতে আটকে রেখে শাহাদতসহ বন্ধুরা মেলে তাকে ধর্ষণ করে। সেখানে দুই দিন ধরে নির্যাতনের শিকার হয়ে মেয়েটি কৌশলে গত শুক্রবার সন্ধ্যায় পালিয়ে থানায় এসে অভিযোগ করলে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে।

সহকারী পুলিশ সুপার (এএসপি)-সি-সার্কেল আশাদুজ্জামান ঢাকাটাইমসকে জানান, এ মামলায় অজ্ঞাতনামা আরও দুজন আসামি আছে তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা