শিশু ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীর পাঁচ বছরের কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০
অ- অ+

জয়পুরহাটে শিশু ধর্ষণের মিথ্যা মামলা করার দায়ে মোরশেদুল সরকার নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকালে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুস্তম আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোরশেদুল সরকার জয়পুরহাটের কালাই উপজেলার ভূগোইল গ্রামের খয়রাত জামানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৪ এপ্রিল বাক-প্রতিবন্ধী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবা মোরশেদুল বাদী হয়ে একই গ্রামের মকবুল হোসেনের ছেলের মেহেদী হাসানের (৩৪) বিরুদ্ধে কালাই থানায় মামলা করেন। এক মাস পর ৩১ মে পুলিশ আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করে।

আদালতে আইনজীবীদের পাল্টাপাল্টি যক্তিতর্ক এবং বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, মামলার আসামি মেহেদী হাসানের সাথে বাদী মোরশেদুলের জমি সংক্রান্ত বিরোধ ছিল বলে মেহেদী হাসানকে শাস্তি দিতেই এমন মিথ্যা মামলা করা হয়েছে।

ধর্ষনের এমন মিথ্যা মামলা করায় মোরশেদুলকে পাঁচ বছরের কারাদণ্ড ও একই সাথে এ মামলা থেকে মেহেদী হাসানকে অব্যাহতির আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী হেনা কবীর ও বাদী পক্ষের সরকারি আইনজীবী ফিরোজা চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা