জয়পুরহাটে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের এক সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২০, ১৩:৫২| আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৩:৫৪
অ- অ+

জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাটে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শনিবার রাতে আনোয়ার হোসেন নামে ওই প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন বগুড়ারি শিবগঞ্জ উপজেলার ছাত্রা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র গ্রাহকদের থেকে কৌশলে বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের পিন নম্বর সংগ্রহ করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। তবে এ বিষয়ে পুলিশ আগে থেকেই গণসচেতনতামূলক সতর্কীকরণ প্রচার-প্রচারণা চালিয়ে আসছে।

শনিবার মোলামগাড়িহাটে বিভিন্ন মোবাইল ব্যাংকিং এজেন্টদের ওখানে গিয়ে গোপনে গ্রাহকদের মোবাইল নম্বরের ছবি তুলে আনোয়ার। পরে তা এ চক্রের মূল হোতার কাছে পাঠানোর সময় জনতা হাতেনাতে তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বিকাশসহ মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও ওসি জানান।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা