টেকনাফে অস্ত্র-ইয়াবাসহ পাঁচ মাদককারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ অক্টোবর ২০২০, ১৯:৩০

কক্সবাজারের টেকনাফে স্বশস্ত্র অবস্থায় মাদকের চালান খালাস করে ফেরার পথে ইয়াবা ও অস্ত্রসহ পাঁচ মাদককারবারিকে আটক করেছে র‌্যাব।

১২ অক্টোবর রাত ১টায় টেকনাফস্থ হ্নীলা জাদিমোরা ওমরখালের উত্তর-পশ্চিম পাশে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হ্নীলা ঊলুচামরী স্কুল পাড়ার শাহ জালাল, রঙ্গিখালী লামার পাড়ার খায়ের, গাজী পাড়ার নুরুল আফসার, উলুচামরীর হেলাল উদ্দিন এবং হেলাল উদ্দিন।

র‌্যাব-১৫’র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের পর জব্দ অস্ত্র, বুলেট ও ইয়াবাসহ আটকদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি দল মাদকের চালান বহনের সংবাদ পেয়ে টেকনাফস্থ হ্নীলা জাদিমোরা ওমরখালের উত্তর-পশ্চিম পাশে অবস্থান নেয়। এসময় স্বশস্ত্র মাদককারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ওই পাঁচ মাদককারবারিকে আটক করে। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি এবং ৪০ হাজার ইয়াবা পাওয়া যায়। (ঢাকাটাইমস/১২অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :