নানাবাড়ির পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২০, ২০:৫২| আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২০:৫৪
অ- অ+

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃতু হয়েছে। বুধবার বিকালে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরপাড়া গ্রামের এ মৃত্যুর ঘটনাটি ঘটে ।

মৃত শিশুর পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরপাড়া গ্রামের জমির উদ্দিনের মেয়ের ঘরের দুই নাতিন শাম্মি আক্তার (৬) ও সামি (৫)। শাম্মি ও সামি কয়েক দিন আগে মার সাথে নানা জমির উদ্দিনের বাড়ি বেড়াতে আসে। বুধবার বিকালে জমির উদ্দিনের বসতবাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে নেমে তল্লাশি চালায়। এসময় পুকুরের এক কিনারায় পানির নিচে তলিয়ে থাকা দুই ভাই-বোনের মৃতদেহ উদ্ধার করে।

একই উপজেলার ডোয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের শাহিন মিয়ার মেয়ে শাম্মি আক্তার এবং পোগলদিঘা ইউনিয়নের রামচন্দ্র খালি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সামি। দুই শিশুর মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা