বরিশাল টিটিসির হল সুপারের ১০ বছরের কারাদণ্ড

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ২২:১২
অ- অ+

অবৈধভাবে কার্তুজ রাখার দায়ে বরিশাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) হল তত্ত্বাবধায়ককে (হোস্টেল সুপার) ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনারের বিচারক কেএম শহীদ আহম্মেদ আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডিত হেলাল উদ্দিন আকন পিরোজপুর জেলার কাউখালি উপজেলার শিয়ালকাঠি এলাকার মৃত ইউসুফ আলী আকনের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারি হুমাউন কবির জানান, ২০১৪ সালের ২৭ এপ্রিল বিকালে হেলাল উদ্দিনকে নগরীর হাতেম আলী কলেজের সামনে থেকে আটক করে ডিবি পুলিশ। ওই সময় তার সাথে থাকা ব্রিফকেসে তল্লাশি চালিয়ে ১০ রাউন্ড রাইফেলের গুলি (কার্তুজ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির তিনি কোন বৈধ কাগজ দেখাতে পারেননি। এ ঘটনায় ওইদিনই ডিবির এসআই আহসান কবির কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। একই বছরে ২৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই কামাল হোসেন একমাত্র হেলাল উদ্দিনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১২ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক ওই সাজা দেন।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা