কঙ্গনাকে ধর্ষণের হুমকি আইনজীবীর!

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১২:৫৫| আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৩:২৮
অ- অ+

চলছে দুর্গাপূজা। শুরু হয়েছে নবরাত্রি। নবরাত্রি উপলক্ষে কে কে উপোস করছেন, এটা জানার জন্য ফেসবুক হ্যান্ডেলে অনুরাগীদের প্রশ্ন করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘কুইন’ খ্যাত তারকার এই স্ট্যাটাসের পরই তাকে ধর্ষণের হুমকি দেয়া হয় বলে অভিযোগ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মেহেন্দি রেজা নামে ওড়িশার এক আইনজীবী কঙ্গনাকে ধর্ষণের এই হুমকি দেন। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হতেই নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে ওই হুমকি মেসেজটি সরিয়ে ফেলেন মেহেন্দি রেজা।

ওড়িশার ওই আইনজীবী দাবি করেছেন, তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। সেই কারণেই ওই ধরনের অশ্লীল মেসেজ তার নাম করে অভিনেত্রী কঙ্গনাকে পাঠানো হয়। যদিও কঙ্গনার তরফ থেকে এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করা হয়নি।

লকডাউন উঠে যাওয়ার পর জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’র শুটিং শুরু করেন নায়িকা। এই ছবির জয়ললিতার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য তাকে ২০ কেজি ওজন বাড়াতে হয়েছিল। বর্তমানে সেই অতিরিক্ত ২০ কেজি ওজন কমাতে শুরু করেছেন কঙ্গনা।

ঢাকাটাইমস/২১অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা