মানিকগঞ্জে মা ইলিশ নিধনের দায়ে সাতজনের দণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০, ১৯:০৮
অ- অ+

মা ইলিশ ধরায় মানিকগঞ্জের দৌলতপুরে চারজনকে এক বছর করে কারাদণ্ড ও তিনজনকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের থেকে ৫-৬ কেজি ইলিশ ও প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে দৌলতপুরের চরকাটারী, বাঁচামারা ও বাঘুটিয়া ইউনিয়নের যমুনা তীরবর্তী এলাকা থেকে ওই সাতজনকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম জুয়েল আহমেদ তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

তিনি জানান, অভিযানকালে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয় এবং আনুমানিক ৫-৬ কেজি ইলিশ জব্দ করা হয়, যা পরবর্তীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসায় বিতরণ করা হয়।

এ অভিযানে মৎস্য অধিদপ্তর, থানা পুলিশ, আনসার সদস্য সার্বিক সহযোগিতা করেন। জাতীয় সম্পদ রক্ষায় যেকোন প্রতিকূল পরিবেশকে মোকাবিলা করে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
যুবদল কর্মী আরিফ হত্যা: ৭ দিনের রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন
বেনাপোলে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
রাজস্থানের চুরুতে ভারতীয় বিমান বাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা