দাম বৃদ্ধির তালিকায় শীর্ষে মিউচ্যুয়াল ফান্ড

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২০, ১৪:৩৯| আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৫:০৭
অ- অ+

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ অবস্থানে ছিল মিউচ্যুয়াল ফান্ড। শীর্ষ তালিকায় থাকা ১০টি কোম্পানির মধ্যে ৯টিই রয়েছে মিউচ্যুয়াল ফান্ডের অধীনে।

১৪ নভেম্বর ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ৫০.৬৩ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। ফান্ডটি গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৮ হাজার টাকা লেনদেন হয়েছে। সপ্তাহে ফান্ডটির ২৫ কোটি ৩ লাখ ৯২ হাজার টাকার ইউনিট লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড। গত সপ্তাহে ফান্ডটির সর্বোচ্চ ৪৫.৬৫ শতাংশ দর বেড়েছে। গড়ে প্রতিদিন ৭ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে ফান্ডটির ৩৯ কোটি ৪১ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে ইউনিটটির সর্বোচ্চ ৪২.৯৪ শতাংশ দর বেড়েছে। ফান্ডটি গড়ে প্রতিদিন ৫ কোটি ৪০ লাখ টাকার ইউনিট লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ফান্ডটি ২৭ কোটি ৪ লাখ টাকার ইউনিট লেনদেন করেছে।

শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, এসইএমএল এফবিএল এসএল গ্রোথ ফান্ড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম দ্য রিলায়েন্স ও সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এসকেএস/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো আলোচনা হচ্ছে: আলী রীয়াজ
পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা