মুজিববর্ষে চাটমোহরে ৩০ ভূমিহীন পরিবার পাচ্ছে নতুন ঘর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৭:৫৯ | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২০, ১৭:৫৭

মুজিববর্ষ উপলক্ষে পাবনার চাটমোহরে ৩০ ভূমিহীন পরিবার পাচ্ছেন সরকারি নতুন ঘর। ২০২০-২১ অর্থবছরে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে তিনটি ইউনিয়নে এই ঘরগুলো নির্মাণ করছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর ও নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামে এই ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মোখলেছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম, ভাইস-চেয়ারম্যান ইছাহক আলী মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম এহসান, ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন মোল্লা, কামরুজ্জামান খোকন প্রমুখ।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম জানান, প্রথমে ঘর নির্মাণের জন্য লটারির মাধ্যমে অগ্রাধিকারভিত্তিতে উপজেলার গুনাইগাছা, ডিবিগ্রাম ও নিমাইচড়া ইউনিয়ন নির্বাচিত হয়েছে। প্রকৃত ভূমিহীন দুস্থ ব্যক্তি বাছাই করা হয়েছে। প্রত্যেক ইউনিয়নে আপাতত ১০টি করে ঘর নির্মাণ করা হচ্ছে। ঘরগুলো পেলে গরিব-দুস্থ ভূমিহীনরা উপকৃত হবে। পরবর্তীতে বরাদ্দ এলে অন্য ইউনিয়নগুলোতে পর্যায়ক্রমে ঘর নির্মাণ হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :