ভেষজগুণে ভরা বিষাক্ত ধুতরা

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০, ১০:৪৪
অ- অ+

ভৈষজ গুণে ভরা বিষাক্ত ধুতরা। ধুতরার রস চুল পড়া কমায়। নতুন চুল গজাতেও সহায়তা করে। এছাড়াও এই গাছে নানান গুণ রয়েছে। সেসব গুণের কথা শুনলে নিশ্চয়ই অবাক হবেন।

ধুতরা গাছের ফুলের সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয় ও মনোরম। বর্ষাকালে ধুতরা গাছে ফুল ফোটা শুরু হলেও হেমন্তকাল জুড়ে গাছে ফুল দেখা যায়। আর এই সময়টাই মোক্ষম আপনার স্বাস্থ্যের জন্য।

পড়ন্ত বিকাল থেকে সন্ধ্যায় গাছে ফুল ফোটে। দিনে রোদের আলোয় ফুল সংকুচিত হয়ে যায়, সন্ধ্যায় আবার পাপড়ি মেলে । গন্ধ খুবই মৃদু। যা আপানার হাঁপানির রোগ দূর করবে।

কৃষ্ণ ধুতরার শুকনা পাতা এবং ফুল বাসক পাতায় জড়িয়ে সিগারেটের মতো তৈরি করে, আগুন দিয়ে টানলে হাঁপানির কষ্ট কমবে ।

ধুতরা গাছের পাতা, মূল, ফুল ও ফল সিদ্ধ করে সেই তাপ নিয়ে বুকে সেঁক নিন । শ্বাসকষ্ট কমে যাবে।

চুল পড়ে যাচ্ছে? মনে রাখবেন, জীবাণুঘটিত কারণে মাথার চুল উঠে গিয়ে টাক পড়ে, ধুতরা পাতার রস মাথার একপাশে লাগান, পরদিন অপরপাশে লাগান এবং একদিন অন্তর ব্যবহার করবেন। অকালে টাক পড়বে না।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা