জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুতুব আলম

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০, ১৩:১৬| আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৪:০৬
অ- অ+

নূর কুতুব আলম মান্নানকে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুজনিত কারণে সভাপতির পদটি শূন্য হওয়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নূর কুতুব আলম মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। এ কমিটির সভাপতি নির্বাচিত হন ফজলুল হক মন্টু এবং কেএম আজম খসরুকে সাধারণ সম্পাদক করা হয়। আর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান নূর কুতুব আলম মান্নান।

গত শুক্রবার ভোর রাত ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুল হক মন্টু। এরপর জাতীয় শ্রমিক লীগের সভাপতির পদ শূন্য হয়।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় প্রেস ক্লাবের বিবৃতি: মিডিয়াকে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ
কুমিল্লায় নার্সারি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা