‘পরির্দশন নয়, ভাঙন এলাকার মানুষকে দেখতে এসেছি’

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২০, ২০:২৭
অ- অ+

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘আমি ভাঙ্গনকবলিত এলাকা পরির্দশন করতে আসিনি, এসব এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখতে এসেছি।’ বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী এলাকার যমুনা নদী পারের ভাঙনকবলিত এলাকা পরির্দশনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে ভাঙনকবলিত বড় নদীগুলো ড্রেজিং করতে হবে। আর সেই বালু দিয়ে নদীর পাড় বেঁধে সেখানে ফসল আবাদ করা হবে। নদী শাসন করার আগে বর্তমানে সমীক্ষার কাজ চলমান রয়েছে। আপাতত বড় প্রকল্প গ্রহণ করার আগে এসব এ ভাঙনকবলিত নদীর পাড় এলাকায় জিও ব্যাগ ফেলা হবে।

পরে তিনি স্পিড বোর্ড যোগে যমুনা নদী হয়ে বাঁচামারা, শিবালয়ে আলোকদিয় চর, আরিচা ঘাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মঈন উদ্দিন, দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান, উপজেলার নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমীন রিমন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহাবুর রহমান জনিসহ জেলা উপজেলার আ.লীগের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
মাস্কের নতুন দল গঠনকে ‘উদ্ভট’ বললেন ট্রাম্প, সমালোচনা করলেন নিজেরই নাসা প্রধানের
ভোররাতে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে ফুটবল বাঘিনীদের বর্ণাঢ্য সংবর্ধনা
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা