নারিকেলের প্রলোভন দিয়ে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২০, ১৫:৪৬| আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ১৫:৫৪
অ- অ+

পাঁচ বছরের এক শিশুকে নারিকেলের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান নামের প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাটে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত হাবিবুরকে গ্রেপ্তার করেছে।

মামলা এবং পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশে মাঠে খেলা করছিল। এসময় প্রতিবেশী হাবিবুর রহমান তাকে নারিকেল দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে বাড়ির বাইরে রেখে হাবিবুর পালিয়ে যায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় কুড়িগ্রাম সদর হাসপাতালে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, শনিবার দুপুরে অভিযুক্ত হাবিবুর রহমানকে চর বলদিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা