মঙ্গলের ভূগর্ভে প্রাণের অস্তিত্ব!

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২০, ১৪:০৪| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৪:২৮
অ- অ+

লাল গ্রহ মঙ্গলে কি সত্যিই প্রাণ ছিল? এ প্রশ্ন বহুদিনের। সৌরজগতে পৃথিবীর যথার্থ দোসর কে হতে পারে, সে প্রসঙ্গে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এই প্রতিবেশি গ্রহটিকে ঘিরেই। কিন্তু আজও এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। কেবল নানা সম্ভাবনা উঠে এসেছে গবেষণায়। সাম্প্রতিক এক গবেষণায় শোনা যাচ্ছে তেমনই নতুন সম্ভাবনার কথা। গবেষকরা দাবি করেছেন, লাল রঙের এই গ্রহে যদি কখনও প্রাণের অস্তিত্ব থেকেও থাকে, তবে তা ছিল মাটির একেবারে গভীরে।

‘সায়েন্স অ্যাডভান্সেস’ নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। গবেষকরা মঙ্গল থেকে পাওয়া নানা তথ্য বিশ্লেষণ করে দেখেছেন। তাদের ধারণা, ভূগর্ভস্থ তাপের ফলে মোটা বরফের চাদর গলে যাওয়ায় মঙ্গলের ভূপৃষ্ঠ থেকে বহু মাইল নিচে হয়তো প্রাণের অস্তিত্ব একসময় ছিল। ৪১০ কোটি বছর থেকে ৩৭০ কোটি বছরের মধ্যে তেমনটা ঘটার মতো অনুকূল পরিস্থিতি ছিল কিনা, তা খতিয়ে দেখেছেন তারা।

বিজ্ঞানীদের মনে হয়েছে, সেই প্রাগৈতিহাসিক সময়ে ভূগর্ভস্থ তাপের ফলে বরফ গলার মতো পরিস্থিতি ছিল। ফলে মোটামুটি ৪০০ কোটি বছর আগে যদি জলের তরল অস্তিত্ব মঙ্গলে থেকেও থাকে, তবে তা ছিল মাটির অনেক গভীরে। সুতরাং জীবন থাকলেও, তা ছিল সেখানেই।

প্রধান গবেষক অধ্যাপক লুজেন্দ্র ওঝা জানিয়েছেন, কম্পিউটারের সাহায্যে কার্বন ডাই অক্সাইড কিংবা জলীয় বাষ্পের মতো গ্রিনহাউস গ্যাস যদি মঙ্গলের প্রাচীন আবহাওয়ায় প্রবেশ করিয়ে পরীক্ষা করে দেখা যায়, তাহলে সেখানে দীর্ঘস্থায়ী উষ্ণ ও সিক্ত মঙ্গলের মডেল প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন। তবে গবেষকদের দাবি, সেই প্রাগৈতিহাসিক আমলে মাটির গভীরে তেমন পরিস্থিতি তৈরি হওয়ার অনুকূল পরিবেশ খুঁজে পেয়েছেন তাঁরা। আর তা থেকেই তৈরি হয়েছে এই ধারণা।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিকাগোতে চলন্ত গাড়ি থেকে জনতার ওপর গুলি, নিহত ৪
২০১৪ ও ১৮ সালে সুষ্ঠু ভোট হলে ক্ষমতা হারাত আ.লীগ: অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
গ্রিন রোডে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, চাপাতিসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা