পিরামিডের সামনে ‘অশ্লীল’ ফটোশুট, মডেল গ্রেপ্তার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২০, ২১:০২
অ- অ+

মিশরে পিরামিডের সামনে অশ্লীল ফটোশুট করায় গ্রেপ্তার করা হল এক মডেলকে। ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় এই মডেল। নাম আল সিমি। তার সঙ্গে গ্রেপ্তারকরা হয়েছে ফটোগ্রাফারকেও। তার নাম হৌসা মহম্মদ।

অভিযোগ, ফারাওদের মতো পোশাক পরে অশ্লীল ভঙ্গিতে ফটোশুট করেছেন মডেল আল সিমি। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই তোলপাড় সোশাল মিডিয়া। মডেল সিমি কায়রোর দক্ষিণে সাকারা নেক্রোপলিসের বিভিন্ন পিরামিডের সামনে বিনা অনুমতিতে ফটোশুট করেন বলে অভিযোগ।

স্থাপত্যের সামনে দাঁড়িয়ে ছবি তোলার অনমতি নেয়নি ওই মডেল। উপরন্ত অশ্লীল ভঙ্গিতে ফটোশুট করেন। সোশাল মিডিয়ায় সেসব ছবি ছড়িয়ে পড়ার পরই কড়া পদক্ষেপ নেয় প্রশাসন।

একটি ছবিতে দেখা যায়, ছয়জন গর্ভবতীকে নিয়ে হাজির এক ধনকুবের। ক্যাপশনে লিখেছেন, ‘সকলের বাবাই আমি।’ এরকম ঐতিহ্যবাহী স্থাপত্যের সামনে কীভাবে এমন ছবি তোলা হল, সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ নেটিজেনরা।

তবে কেউ কেউ আবার মডেল আল সিমি ও ফটোগ্রাফার হৌসার গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ জানিয়েছে। এদিকে, মডেল সিমি জানিয়েছেন, পিরামিডের সামনে ছবি তোলা নিষেধ ছিল, এটি তিনি জানতেন না। তারা পিরামিডের ঐতিহ্য তুলে ধরতে চেয়েছিলেন, আপত্তিকর ছবি তোলা তাদের উদ্দেশ্য ছিল না।

ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা