স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২০, ০১:৪৩
অ- অ+

রাজধানীর মিরপুর-১২ আলোকদিয়া এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মহিন (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার বিকালে পল্লবী থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্ত্রী ও বন্ধু স্মরণ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ৭ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে নিহতের বন্ধু স্মরণ ইসলাম জানান, মহিন বি.ইউ.পি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক ছিলেন। বিকালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ঋতু আক্তারের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী বাসার বাহিরে বের হয়ে গেলে ফোনে তাদের মধ্যে ঝগড়া হয়।

নিহতের ছোট ভাই মাহীম ভাবি ঋতুকে বাসার বাইরে থেকে আনতে যায়। পরে ফিরে এসে দেখে সবার অগোচরে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন মহিন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মহিন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মোহাম্মদ সেলিমের ছেলে।

ঢাকাটাইমস/৬ডিসেম্বর/ এআর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ ইতিহাস গড়ার সুযোগ টাইগারদের
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১১- তমাল - নীলা সম্পর্কের অজানা অধ্যায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা