স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

রাজধানীর মিরপুর-১২ আলোকদিয়া এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে মহিন (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার বিকালে পল্লবী থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্ত্রী ও বন্ধু স্মরণ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ৭ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে নিহতের বন্ধু স্মরণ ইসলাম জানান, মহিন বি.ইউ.পি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গাড়িচালক ছিলেন। বিকালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর ঋতু আক্তারের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী বাসার বাহিরে বের হয়ে গেলে ফোনে তাদের মধ্যে ঝগড়া হয়।
নিহতের ছোট ভাই মাহীম ভাবি ঋতুকে বাসার বাইরে থেকে আনতে যায়। পরে ফিরে এসে দেখে সবার অগোচরে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন মহিন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মহিন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মোহাম্মদ সেলিমের ছেলে।
ঢাকাটাইমস/৬ডিসেম্বর/ এআর/ইএস
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

আইসিটি ও পর্নোগ্রাফি আইনের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

যেভাবে ঢাকাও হতে পারে মদিনার মতো স্বাস্থ্যসম্মত

আইরিসদের সহযোগিতায় ছিন্নমূলদের মধ্যে কম্বল বিতরণ শুরু

পিকে হালদারের ৩৩ সহযোগীর বিরুদ্ধে দুদকের ৫ মামলা

সেরামের টিকা বুঝে নিল বেক্সিমকো

ঘরে বাইরে মশার যন্ত্রণা

বিছানায় স্ত্রীর লাশ, লাপাত্তা স্বামী

১০ টাকায় কাপড়, খেলনা!

রাজধানীতে সিরিয়াফেরত জঙ্গি গ্রেপ্তার
