মাদক বেচাকেনা বন্ধে ৬ নারী কারবারির অঙ্গীকার

মনিরুজ্জামান, রাজবাড়ী
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১২:৫৮ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২০, ১২:৪০

মাদককারবার বন্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। মাদককারবারিদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছে তারা। এ উদ্যোগে উপজেলার দৌলতদিয়া ঘাট যৌনপল্লী সংলগ্ন মাদকপল্লী হিসেবে পরিচিত পোড়াভিটা এলাকার চিহিৃত ছয় নারী মাদককারবারি মাদক বেচাকেনা না করার অঙ্গীকার করেছেন। একাধিক মাদক মামলার এ ছয় নারী আসামি পুলিশের কাছে আত্মসমর্পণও করেছেন। তারা মাদক মামলায় জামিনে ছিলেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, দৌলতদিয়া পোড়াভিটা এলাকার অনেক বদনাম রয়েছে। এখানকার অধিকাংশ বাসিন্দা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আমি ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমানের নির্দেশে পোড়াভিটা এলাকাকে মাদকমুক্ত করতে কয়েকদিন ধরে অভিযান চালিয়ে আসছি। এর ধারাবাহিকতায় বুধবার বিকালে অভিযানকালে ওই ছয় নারী মাদককারবারিকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এসময় আহ্বানে সাড়া দিয়ে তারা আত্মসমর্পণ করেন। পরে তারা আর মাদক বেচাকেনা করবে না বলে মর্মে মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন। তাদের গ্রামের বাড়ি দেশের বিভিন্ন অঞ্চলে। এ এলাকায় ভাড়া বাসায় থেকে তারা মাদককারবার চালাতেন।

ওসি জানান, দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটা এলাকায় স্থানীয়রা ছাড়াও বহিরাগত অনেকে বাসা ভাড়া নিয়ে থাকেন। যাদের অধিকাংশই স্থানীয় বিভিন্ন হোটেল-দোকানে কর্মচারীর কাজ করে। আবার কেউ কেউ কাজের পাশাপাশি মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। যে কারণে পোড়াভিটা এলাকা মাদকপল্লী হিসেবে পরিচিতি পায়। পুলিশের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত অভিযান চালিয়ে এখানকার মাদককারবারিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছেন। তবে গ্রেপ্তারকৃতরা আদালত থেকে জামিনে বের হয়ে এসে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাঝেমধ্যে অভিযানের গতি কমে এলে সক্রিয় হয়ে উঠে স্থানীয় মাদক ব্যবসায়ীরা। এর মধ্যে অধিকাংশ ব্যবসায়ী নারী বলেও জানায় পুলিশ।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :