নওগাঁয় শীতবস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২০, ১৭:০৮
অ- অ+

নওগাঁয় বিএম সাবাব ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতের উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের চকদেব ডাক্তার পাড়া এলাকার কেন্দ্রীয় কবরস্থান মসজিদ(ত্বোয়াহা জামে মসজিদ) প্রাঙ্গণ থেকে প্রায় ২০০ অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাবাব ফাউন্ডেশনের পরিচালক মহিবুল ইসলাম সাবাব জেলার অসহায় দুঃস্থ দের মাঝে নিজে উপস্থিত থেকে শীতবস্ত্র উপহার স্বরূপ হাতে তুলে দেন ।

মহিবুল ইসলাম জানান, উত্তরাঞ্চলের শীতের তীব্রতা একটু আগে থেকে শুরু হয়। তাই বিএম সাবাব ফাউন্ডেশনের উদ্যোগে আগে থেকেই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। নওগাঁয় ইতিমধ্যে এক ট্রাক ভর্তি কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। আরও দুই-তিন ট্রাক ভর্তি কম্বল বিতরণ করা হবে।

এদিকে কম্বল পাওয়া মানুষেরা জানিয়েছেন, শীতের সম্বল এই কম্বল পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। এই তীব্র শীতের হাত থেকে কম্বল এই একমাত্র সম্বল বলে তারা জানিয়েছেন। শীতবস্ত্র বিতরণে আয়কর আইনজীবী আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, গোলাম রাব্বানীসহ বিএম সাবাব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা এ সময় উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা