ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২১, ১০:৪৫| আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১০:৫৮
অ- অ+

ইতালিয়ান সিরি’আর ম্যাচে গতকাল রাতে সাসোলোর বিপক্ষে ৩-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে জায়ান্ট ক্লাব জুভেন্টাস। এ ম্যাচে একটি গোল করেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এই গোল করার মাধ্যমে চেকোস্লোভাকিয়ান কিংবদন্তি জোসেফ বিকানের রেকর্ডে ভাগ বসালেন তিনি। ইতিহাসের সর্বোচ্চ গোলাদাতার তালিকায় বিকানের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি।

এর আগে পয়েন্ট টেবিলের প্রথমে থাকা এসি মিলানের বিপক্ষে জোড়া গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের করা ৭৫৭ গোলের রেকর্ড ভেঙে দিয়েছিলেন রোনালদো। কিন্তু অফিসিয়াল গোলের হিসেবে সবার চেয়ে এগিয়ে তৎকালীন চেকোস্লোভিয়ার ফরোয়ার্ড জোসেফ বিকান। তার গোল ৭৫৯টি।

ফলে রেকর্ডের জন্য আরও এক ম্যাচ বেশি খেলতে হলো রোনালদোকে। সাসোলোর বিপক্ষে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেছেন তিনি। যা ক্লাব ক্যারিয়ারে রোনালদো ৬৫৭তম গোল। এছাড়া জাতীয় দলের জার্সিতে আছে আরও ১০২টি গোল। সবমিলিয়ে এখন বিকানের সমান ৭৫৯ গোল রোনালদোর। এ রেকর্ড ছুঁতে রোনালদো খেলেছেন ১০৩৯টি ম্যাচ।

‘১৯৩০ ও ৪০’ এর দশকে মাঠ মাতিয়েছিলেন বিকান। সে সময়ে বর্তমানের মতো এতটা নিখুঁতভাবে পরিসংখ্যান রাখা হতো না। তাই অনেক বিতর্কও আছে। তবে ডেইলি মেইলসহ বেশ কিছু পত্রিকায় প্রতিযোগিতামূলক ম্যাচে বিকানের গোল দেওয়া আছে ৭৫৯টি।

ঢাকাটাইমস/১১জানুয়ারি/ এমএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউরোপজুড়ে নজিরবিহীন তাপপ্রবাহ: ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগাল, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্কে রেড অ্যালার্ট জারি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য: জনবল সংকটে প্রশাসন
‘ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে’: জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম খান
হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সরাসরি সম্প্রচার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা