সিংড়া পৌর নির্বাচনে নৌকার পক্ষে বিদ্রোহীরা

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২১, ২০:৪৪

আসন্ন সিংড়া পৌরসভা নির্বাচনে সকল দ্বিধাদ্বন্দ্ব ও অভিমান ভেঙে নৌকার পক্ষে প্রচারণায় নেমেছেন সাতজন বিদ্রোহী। বুধবার দিনব্যাপী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের পক্ষে ভোট প্রার্থনা ও প্রচারণা চালান বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কামরুল হাসান। ইতোমধ্যে বিদ্রোহীদের অনেকেই আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নৌকার ভোট প্রার্থনা করছেন।

এর আগে মঙ্গলবার রাত ৮টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আসন্ন পৌর নির্বাচনে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে এক সাথে কাজ করার অভিমত ব্যক্ত করেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আ.লীগের সভাপতি শফিকুল ইসলামসহ বিদ্রোহী চারজন প্রার্থী।

এ বিষয়ে পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী আদনান মাহমুদ বলেন, দলের নীতি ও আদর্শ মেনে আমি রাজনীতি করি। এখানে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার কোন বিকল্প নেই। আগামী দু-একদিনের মধ্যেই তিনিও প্রচারণায় নামবেন।

নৌকার মনোনয়নপ্রাপ্ত বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাতকে শক্তিশালী করতে মৎস্য ভান্ডার খ্যাত সিংড়ায় নৌকার জোয়ার বইছে। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলীয় নেতাকর্মী ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ওহিদুর রহমান শেখ মুঠোফোনে বলেন, নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সিংড়ার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এখানে কোন দ্বন্দ্ব ও গ্রুপিং নেই।

সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আ.লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, আমি একজন নৌকার কর্মী এবং নৌকা প্রতীক নিয়ে বারবার বিজয় লাভ করেছি। এখানে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার মধ্যে অনৈক্যের কোন সুযোগ নেই।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :