পদ্মা সেতু পরিদর্শনে চালু হলো ভ্রমণতরী

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জানুয়ারি ২০২১, ১৭:১৪
অ- অ+

পদ্মা নদীতে নৌ ভ্রমণের মাধ্যমে পদ্মা সেতু পরিদর্শনের লক্ষ্যে চালু হলো পদ্মা ক্রুজ নামের ভ্রমণতরী। বৃহস্পতিবার দুপুরে ভ্রমণতরীর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। ভ্রমণতরীটির উদ্যোক্তা ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিক।

পর্যটন প্রতিমন্ত্রী বলেন, আগামীতে পদ্মা সেতুর দুই পাড়ে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এ ব্যাপারে অবশ্যই প্রকল্প নেয়া হবে। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এ খাতে বিনিয়োগ করবে। বিনিয়োগের রিটার্ন এলে তারা অগ্রসর হবে। ইতোমধ্যেই সে কাজ শুরু হয়েছে। সামগ্রিকভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পর্যটন খাত এগিয়ে যাবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিজম বোর্ডের উপ-পরিচালক হাজেরা খাতুন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো হুমায়ন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিকের চেয়ারম্যান মহিউদ্দির হেলাল, ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিন।

প্রতিদিন সকাল ও দুপুরে শিমুলিয়াঘাট থেকে ৮০ জন করে যাত্রী ভ্রমণতরীটি দিয়ে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণে জনপ্রতি খরচ হবে আড়াইহাজার থেকে সাড়ে তিন হাজার টাকা।

(ঢাকাটাইমস/২১জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ
বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা  
পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের রহস্যজনক মৃত্যু
জুরাইনে অস্ত্রসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা