মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৩:৫৪ | প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২১, ১৩:৫১

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের বিভিন্ন দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শিবালয়ের শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া গ্রামের ব্রিজে এ মানববন্ধন হয়।

এসময় বক্তারা বলেন, ‘শিমুলিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন একজন দুর্নীতিবাজ। তিনি আমাদের ইউনিয়নের কাবিখা, কাবিটা, টিআর, ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, হত দরিদ্র ভাতাসহ বিভিন্ন প্রকল্পের ও জনসাধারণের টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়ার জন্য হত দরিদ্রদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছেন। আমরা তার এসব দুর্নীতি সম্পর্কে ইউএনও অফিস, ডিসি অফিস ও দুদকে জানিয়েছি।’

তারা চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন- শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মালেক কাজী, আইয়ুব আলী, লাল মিয়া, শহর আলী, নুরজাহান বেগম প্রমুখ।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ইউপি সদস্য ছাড়াও এলাকাবাসীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :