পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগ, দুই লাখ টাকার ক্ষতি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৮

বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামে মঞ্জু হোসেন নামে এক মাছ ব্যবসায়ীর প্রায় পাঁচ বিঘা আয়তনের পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে আনুমানিক দুই লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবি ভুক্তভোগীর।

বৃহস্পতিবার রাতের কোন এক সময় এই বিষ প্রয়োগের ঘটনা ঘটে বলে জানান উপজেলার ছোট আখিড়া গ্রামের মঞ্জুর হোসেন।

তিনি জানান, তিনি দমদমা গ্রামের চৌধুরীর পুকুর তিন বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন। পুকুরে রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতি মাছ ছিল। কিন্তু রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করলে তার পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। পরে লোকজন তাকে খবর দিলে তিনি এসে মাছ মরে যাওয়ার এই দৃশ্য দেখেন। তিনি দাবি করেন মরে যাওয়া মাছের মূল্য প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় আদমদীঘি থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/৫ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :