বাংলাদেশে বিনিয়োগ নিরাপত্তায় সরকার বদ্ধপরিকর: বিএসইসি চেয়ারম্যান

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৪
অ- অ+

বাংলাদেশে এখন খুব সহজে বিনিয়োগ করা যায় এবং বিনিয়োগ ফেরতও পাওয়া যায় বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেছেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব। সরকার বিনিয়োগের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।

বৃহস্পতিবার আরব আমিরাতের দু্বাইয়ে ইউসিবি স্টক ব্রোকারেজের আয়োজিত চার দিনব্যাপী রোড শোর তৃতীয় দিন ‘স্কুপ অব প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই ফাইন্যানশিয়াল সার্ভিস অথরিটির প্রধান নির্বাহী ব্রায়ান স্টায়ারওয়াল্ট। বাংলাদেশ পুঁজিবাজারের বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছাদূত ও বিশ্ব ক্রিকেট তারকা সাকিব আল হাসান সেখানে বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ, একটি উল্লেখযোগ্য যুবশ্রেণি, রাজনৈতিক স্থিতিশীলতা, শক্ত আর্থিক অবস্থাসহ নানা ইতিবাচক দিক রয়েছে। এসবের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে বাংলাদেশে অনেক স্টার্টআপ কোম্পানি গড়ে উঠেছে। যেগুলো এখন মিলিয়ন মিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

ক্রিকেট তারকা সাকিব আল হাসান বলেন, বাংলাদেশের পুঁজিবাজার এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাবে । এই এগিয়ে যাওয়ার প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য দুবাইবাসীকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান করেন।

বাংলাদেশে বিনিয়োগে দুই পক্ষই উপকৃত হবে উল্লেখ করে সাকিব বলেন, ‘অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে বাংলাদেশের পুঁজিবাজার ভালো করছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। এ জন্য বাংলাদেশ এখন বিনিয়োগের উত্তম জায়গায় পরিণত হয়েছে। দুবাইবাসীকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানান টাইগার তারকা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার কামালুজ্জামান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ হোসাইন, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ড. মাহতাবুর রহমান, এনআরবিসি ব্যাংকের পরিচালক আদনান ইমাম, বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান, এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্টের চিফ ইনভেস্টমেন্ট অফিসার রিয়াজ ইসলাম, আইল্যান্ড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, ইউসিবি স্টক অ্যান্ড ব্রোকারেজের সিইও রহমত পাশা, শাহজালাল অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান পরামর্শক মোহাম্মদ ইউনুস প্রমুখ।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এসআই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০২৪-২৫ অর্থবছরের শেষ দিনে রেকর্ড রিজার্ভ
কামরাঙ্গীরচরে রকি হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
পড়াশোনা ও গবেষণাকে রাজনৈতিক দলাদলির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য
Promoting Artificial Intelligence at the PGDM Level: Preparing Future Business Leaders
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা