এক ভেড়ার শরীরে ৭৮ পাউন্ড লোম!

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০৮| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫২
অ- অ+

অস্ট্রেলিয়ার জঙ্গলে পাওয়া একটি ভেড়ার শরীর থেকে পাওয়া গেছে ৭৮ পাউন্ড (৩৫ কিলোগ্রাম) পশম। ভেড়াটিকে জঙ্গল থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তার নাম দেয়া হয়েছে বারাক।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মেলবোর্নের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে একটি অভয়ারণ্যের কাছে একজন সাধারণ মানুষ ভেড়াটিকে খুঁজে পায়। এসময় পশমে একেবারে মোড়া ছিল ভেড়াটি।

মিশনের কাইল বেহরেন্ড বলেন, এটি এক সময় মালিকানাধীন ভেড়া ছিল। পরে সেটি হারিয়ে গিয়েছিল। তার কানে ট্যাগ লাগানো ছিল তবে তা ছিঁড়ে গিয়েছে।

বেহরেন্ড বলেন, ভেড়ার লোম বছরে একবার কাটতে হয়। তা না হলে বাড়তে বাড়তে এমনটি ঘটে থাকে। বারাকের শরীর থেকে ৩৫.৪ কেজি পশম পাওয়া গিয়েছে।

ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ করমচা ডায়াবেটিস ও কিডনি রোগ নিরাময় করে
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা