ভলিবল খেলার উদ্বোধন করলেন সাংসদ দুর্জয়

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৩
অ- অ+

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে শুরু হয়েছে সামছুন নাহার কমল স্মৃতি ভলিবল লীগ। শুক্রবার বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা ক্রীড়া আয়োজিত এই ভলিবল লীগের উদ্বোধন করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ. এম. নাঈমুর রহমান দুর্জয়।

জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা।

উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ সিটি ক্লাব ২-০ সেটে মুলজান ক্লাবকে পরাজিত করে। এই লীগের মূল পর্বে ৯টি দল এবং বাছাইপর্বে ১৬টি দল অংশগ্রহণ করে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এলএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা