সাতক্ষীরায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২১, ১৮:০৬
অ- অ+

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার জুসখোলা এলাকা থেকে ১২ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রফিকুল ইসলাম(৩৮) সরুলিয়া ইউনিয়নের জুসখোলা গ্রামের তবারক সরদারের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ১২ বছর আগে রফিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। পরে তিনি আবার বিয়ে করেন। সেই পক্ষের দুটি সৎ মেয়ে সন্তান রয়েছে। একটি সন্তান পাবনাতে কাজ করে। অন্যজন ছোট মেয়ে, ঢাকায় কাজ করে। তার বয়স ১২ বছর। সম্প্রতি মেয়েটি বাড়িতে আসার পর তার সৎ বাবা তাকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে।

ওসি বলেন, গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েকে বাড়িতে একা পেয়ে তার সৎ বাবা তাকে ধর্ষণ করে। পরে মেয়েটি এ ঘটনা তার মাকে জানায়। এরপর তার মা পাটকেলঘাটা থানায় তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। এ মামলায় বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/৪মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা