এক বছরে করোনা শনাক্ত সাড়ে ৫ লাখ, মৃত্যু ৮৪৬২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২১, ১৫:৪৫| আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৬:০৯
অ- অ+

দেশে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের এক বছর পূর্ণ হলো আজ রবিবার। এই সময়ে শনাক্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৬০৬ জন নতুন শনাক্তসহ এ পর্যন্ত শনাক্ত হলেন পাঁচ লাখ ৫০ হাজার ৩৩০ জন।

এছাড়া গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে গত কয়েক দিনের তুলনায়। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যা গত নয় দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছেন আট হাজার ৪৬২ জন।

রবিবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ গণ্টায় ১১৯ ল্যাবে ১৪ হাজার ৯২টি নমুনা পরীক্ষা করা হয়।পরীক্ষার তুলনায় শনাক্তের হার গত কয়েকদিনের তুলনায় বেড়ে ৪.৩০ হয়েছে। একদিন আগে তা ছিল ৪.১৩। এ পর্যন্ত ৪১ লাখ ৪৬ হাজার ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৭।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ নয়জন ও নারী দুই জন। এদের নয়জনই পঞ্চাশোর্ধ্ব। বাকিরা ৩১ থেকে ৫০ বছরের মধ্যে।

এছাড়া গত একদিনে ১ হাজার ৩৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ লাখ ৩ হাজার ৩ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। আর চলতি বছরের জানুয়ারি মাস থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে রয়েছে।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেবছরের ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

(ঢাকাটাইমস/০৭মার্চ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা