বড়লেখার আলভিন রেস্টুরেন্টকে অর্ধ লাখ টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০২১, ১৮:৫০

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে বড়লেখা পৌর শহরের অভিজাত আলভিন রেস্টুরেন্টকে অর্ধ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন এ অভিযান পরিচালনা করেন। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্যপণ্য বিক্রির জন্য সংরক্ষণ ও পরিবেশন করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় রেস্টুরেন্টটিকে এ জরিমানা করেন।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ এ অভিযানে সহায়তা করেন।

বিষয়টি সহকারী পরিচালক আল-আমিন নিজে নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১০মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :